- আজ শুক্রবার
- ৯ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৩শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১১ নভেম্বর ২০২৪ | ১:৩৪ অপরাহ্ণ
শেষ মুহূর্তে আরও একটি দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। কুঁচকির চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে থেকে ছিটকে গেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার পরিবর্তে সিরিজ নির্ধারণী ম্যাচে টাইগারদের নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত না করলেও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আফগানদের বিপক্ষে শেষ ম্যাচে শান্তকে পাচ্ছে না বাংলাদেশ।
এর আগে প্রথম ওয়ানডেতে আঙুলে চোট পেয়ে সিরিজ থেকেই ছিটকে গিয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়। যে কারণে আজ সোমবারের ম্যাচ পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। যে দল জিতবে, সেই দলই পাবে সিরিজজয়ীর মুকুট। গুরুত্বপূর্ণ এই ম্যাচে শান্তকে না পাওয়াটা বাংলাদেশের বড় দুভাগ্য।
প্রথম ওয়ানডেতে ৪৭ রানের ইনিংস খেলেছিলেন শান্ত। ওই ম্যাচে এটিই বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। শান্তর পরবর্তী ব্যাটাররা পুরোপুরি ব্যর্থ হলে বাংলাদেশ ম্যাচটি হেরে যায় ৯২ রানে।
দ্বিতীয় ওয়ানডেতে দ্রুতগতিতে রান তুলতে না পারলেও ধৈর্য্য ধরে দীর্ঘ সময় একপ্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে দেন শান্ত। স্ট্রাইকরেট কম হলেও গুরুত্বপূর্ণ ১১৯ বলে ৭৬ রানের ইনিংস খেলেন টাইগার কাপ্তান। হন ম্যাচসেরাও।