• আজ শুক্রবার
    • ৯ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৩শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৩শে জিলকদ ১৪৪৬ হিজরি

    আফগানিস্তানে মসজিদে হামলায় আইএসের দায় স্বীকার

    গাজীপুর টিভি ডেস্ক | ১৬ অক্টোবর ২০২১ | ১০:৫৯ পূর্বাহ্ণ

    আফগানিস্তানের শিয়া মসজিদে বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা ৩২ থেকে বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে। ওই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭০ জন।

    শুক্রবারের (১৫ অক্টোবর) এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএসের আফগান শাখা।

    হতাহতদের সংখ্যা নিশ্চিত করেছেন তালেবানের সংস্কৃতি ও তথ্য বিভাগের কান্দাহার শাখার প্রধান হাফিজ সায়িদ।

    শুক্রবার দেশটির কান্দাহারের শিয়া মুসলিমদ সম্প্রদায়ের সবচেয়ে বড় মসজিদ বিবি ফাতিমা মসজিদে একাধিক বিস্ফোরণ ঘটে।

    এদিকে ঘটনার কয়েক ঘণ্টা পরই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আইএসের খোরাসান শাখা (আইএস-কে)। তারা জানিয়েছে, এ ঘটনা ঘটিয়েছে আইএসের আত্মঘাতী হামলাকারীরা। মসজিদের বারান্দায় প্রথমজন আর দ্বিতীয়জন তার বিস্ফোরক ভেস্টটির বিস্ফোরণ ঘটায় মসজিদের ভেতরে।

    হাসপাতাল সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে, বিস্ফোরণে আহতদের অবস্থা দেখে আশঙ্কা করা হচ্ছে, আরও বাড়তে পারে মৃতের সংখ্যা।

    সূত্র : আল জাজিরা

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১