- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৩ ফেব্রুয়ারি ২০২২ | ৫:০২ অপরাহ্ণ
সংকট কবলিত আফগানিস্তানে আড়াই হাজার টন গম পাঠিয়েছে ভারত। বুধবার কর্মকর্তারা জানান, পাকিস্তান তাদের ভূখণ্ড দিয়ে পরিবহনের বিশেষ অনুমতি দেওয়ার পর ৫০টি ট্রাকে এই গম পাঠানো হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।
গত বছর তালেবান আফগানিস্তানের দখল নেওয়ার পর পশ্চিমা দেশগুলো ত্রাণের পরিমাণ উল্লেখযোগ্য কমিয়ে দিয়েছে। দেশটির বেশিরভাগ মানুষ মানবিক সংকটে পড়েছেন এবং সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ।
আফগানিস্তানে মানবিক সাহায্য পাঠাতে জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে ভারত ৫ হাজার টন গম উপহার দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর অংশ হিসেবে মঙ্গলবার পাকিস্তান সীমান্তবর্তী অমৃতসর থেকে আড়াই হাজার টন গমবাহী ট্রাকের বহর রওনা দেয়।
ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান জানিয়েছে, বিশেষ পরিস্থিতির খাতিরে তারা তাদের ভূখণ্ড দিয়ে পরিবহনের অনুমতি দিয়েছে।
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের বিশেষ অধিকার বাতিলের পর ২০১৯ সালে নয়া দিল্লির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে ইসলামাবাদ।
পশ্চিমা সমর্থিত আগের আফগান সরকারের সঙ্গে ভারতের সুসম্পর্ক ছিল। তালেবান ক্ষমতায় আসার পর তারা দেশটিকে ৫ লাখ ডোজ কোভিড টিকা, ১৩ টন ওষুধ ও শীতের পোশাক দিয়েছে।
ভারতে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজায় টুইটারে বলেছেন, এটি আফগানিস্তানের এই কঠিন সময়ে বিভিন্ন দেশের পাঠানো বৃহত্তম খাদ্য ত্রাণগুলোর একটি।