• আজ বুধবার
    • ২৬শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৯ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৯ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    আফগান যুবাদের হারাল যুবা টাইগাররা

    গাজীপুর টিভি ডেস্ক | ১০ সেপ্টেম্বর ২০২১ | ৫:৫৭ অপরাহ্ণ

    সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শেষ হয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ।

    সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহরব হাসান। ব্যাটিং করতে নেমে টাইগারা তোপের মুখে পড়ে আফগান বোলারদের।

    ওপেনার মফিজুল ইসলাম ৫ রান করেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ইয়ামা আরবের বলে। এরপর আরিফুল ইসলামকে শূন্য রানে ফেরান বিলাল সামি।

    বিপাকে পড়া দলকে একাই টেনে নেয়ার চেষ্টা করেন আরেক ওপেনার প্রান্তিক নাবিল ও আইচ মোল্লা। তবে দলীয় ৭৮ রানের মাথায় আইচ ফেরেন ২২ রান করে শাহিদুল হাসানির বলে ক্যাচ দিয়ে। এরপর ৮৮ রানের মাথায় নাবিলকে ৪২ (৭৮) রানে ফেরান শাহিদুল্লাহ হাসানি।

    নাবিলের ফেরার পর তাজিবুল ৭, রিপন মণ্ডল ০, নাঈমুর রহমান ৪, শামসুল ০, আশিকুর জামান ১ রানে ফিরলেও ৪৯ রানের ইনিংস খেলে ৩৮.৩ ওভার পর্যন্ত খেলে ১৫৪ রান পর্যন্ত নিয়ে যান অধিনায়ক মেহরব।

    আফগানদের পক্ষে ৪ উইকেট নেন বিলাল সামি, ৩ উইকেট নেন শাহিদুল হাসানি, ২ উইকেট নেন ইজহারুলাক নাবিদ ও ১ উইকেট নেন ইয়ামা আরব।

    বাংলাদেশের দেয়া ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার সুলাইমান আরবাজিকে ২ রানে ফেরেন মন্ডলের বলে বোল্ড হয়ে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। সুলাইমান সাফি একপ্রান্ত আগলে রাখলেও বাকিরা হতাশ করেন।

    শেষ পর্যন্ত ৪৮.২ ওভার খেললেও ১৩৮ রান তুলতেই হারায় সব উইকেট। ১৬ রানের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল যুবা টাইগাররা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০