• আজ মঙ্গলবার
    • ২৫শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৭ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    আবারও সদর দপ্তরের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের বিক্ষোভ

    আবারও সদর দপ্তরের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের বিক্ষোভ

    গাজীপুর টিভি ডেস্ক | ২৯ জানুয়ারি ২০২৫ | ৩:৩৬ অপরাহ্ণ

    আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধভাবে চাকরিচ্যুত সকল পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে আবারও অবস্থান কর্মসূচি পালন করছেন পুলিশ সদস্যরা। বুধবার (২৯ জানুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে পুলিশ সদর দপ্তরের সামনে অবস্থান নিয়ে নির্বাহী আদেশে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।

    এসময় পুলিশ সদর দপ্তরের সামনে ফুটপাতে দাঁড়িয়ে নানা রকম স্লোগান দেন বিক্ষোভকারীরা। আন্দোলনরতরা বলেন, “আমরা কোনো বৈষম্যের শিকার হতে চাই না। চাকরি ফিরে পেতে আর কালক্ষেপণ চাই না।”

    চাকরিচ্যুত কনস্টেবল জাহিদ হাসান বলেন, “আমরা গত ছয় মাস ধরে চাকরি ফিরে পাওয়ার জন্য দাবি জানিয়ে আসছি। অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টারকে আদেশও দিয়েছিলেন। কিন্তু ছয় মাসেও তা বাস্তবায়ন হয়নি।”

    এদিকে, পুলিশ সদর দপ্তরের সামনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের সামনে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

    ডিএমপি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম বলেন, “চাকরি ফিরে পাওয়ার জন্য চাকরিচ্যুত পুলিশ সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা তাদের বলেছি আলোচনায় বসার জন্য। কিন্তু তারা যেতে চাচ্ছেন না।”

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০