- আজ বৃহস্পতিবার
- ২রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৬ জুলাই ২০২৫ | ৬:১৯ অপরাহ্ণ
অভিনয়ের বাইরে একজন নির্মাতাও মীর সাব্বির। নির্মাণ করেছেন অসংখ্য নাটক, এমনকি নির্মাণে বড় পর্দায়ও অভিষেক হয়েছে তার। ২০২১ সালে সরকারি অনুদানে নির্মিত ‘রাত জাগা ফুল’ সিনেমাটি প্রশংসিতও হয়।
এবার নতুন সিনেমা নিয়ে আসছেন তিনি।
নির্মাণ করতে যাচ্ছেন তার দ্বিতীয় সিনেমা, যেটির নাম রাখা হয়েছে ‘কুটু’। এবারের সিনেমাতেও থাকবে গ্রামের সহজ-সরল মানুষের গল্প। এরই মধ্যে চিত্রনাট্য লেখা ও গান তৈরির কাজ শেষ করেছেন তিনি।
মীর সাব্বির বলেন, ‘রাত জাগা ফুল’ ছবিতে শহরের গল্প কিছুটা ছিল।
কিন্তু ‘কুটু’ সম্পূর্ণ গ্রামভিত্তিক গল্প। এ সিনেমার মাধ্যমে আমি আবারও দর্শকদের কাছে মানুষের সরলতা ও মানবিক গল্প তুলে ধরতে চাই।
এখনো সিনেমাটির অভিনয়শিল্পী চূড়ান্ত হয়নি। তবে কাস্টিংয়ে নতুন মুখ থাকবেন বলে জানালেন তিনি।
শিগগিরই শুটিং শুরুর পরিকল্পনা করছেন। সবকিছু ঠিকঠাক থাকলে দ্রুত সিনেমাটি মুক্তির কথাও বলেন তিনি।
এদিকে দ্বিতীয় সিনেমার শুটিং শুরু করার আগে একটি নতুন ধারাবাহিক নাটকের কাজ শেষ করতে চান মীর সাব্বির। নাটকটির নাম ‘রেমিট্যান্স যোদ্ধা’। এটি নির্মিত হচ্ছে প্রবাসী শ্রমিকদের জীবনঘনিষ্ঠ গল্প নিয়ে।