- আজ সোমবার
- ১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৩০শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৯ জানুয়ারি ২০২২ | ৭:৫০ অপরাহ্ণ
আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ৯৬ বছর বয়সি মাহাথিরকে শুক্রবার দেশটির রাজধানী কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হলেন তিনি। খবর স্ট্রেইট টাইমস ও মালয় মেইলের।
খবরে বলা হয়, হার্ট ইনস্টিটিউট জানিয়েছে- মাহাথির মোহাম্মদকে পূর্ণ মেডিকেল চেকআপ করা হবে। এর বেশি কিছু জানাতে চায়নি হাসপাতাল কতৃর্পক্ষ। হার্ট ইনস্টিটিউটে কাউকে প্রবেশের অনুমতি দিচ্ছে না কতৃর্পক্ষ।
গত বছরের ১৬ ডিসেম্বর মাহাথির মোহাম্মদ ভর্তি হওয়ার পর এক সপ্তাহ হাসপাতালে অবস্থান করে বাড়িতে ফেরেন।
মাহাথির মোহাম্মদের হৃদরোগের সমস্যা রয়েছে। এর আগেও তার হার্ট অ্যাটাক হয় এবং বাইপাস সার্জারি করা হয়। তিনি তিনবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে ১৯৮৯ সালে একবার এবং ২০০৬ সালে তিনি দুইবার আক্রান্ত হন।