• আজ বৃহস্পতিবার
    • ১১ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৪শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৩শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    আবারও ২০০৮ সালের মতো ধস নামানো বিজয় আসবে: হাছান মাহমুদ

    আবারও ২০০৮ সালের মতো ধস নামানো বিজয় আসবে: হাছান মাহমুদ

    গাজীপুর টিভি ডেস্ক | ১৬ জুলাই ২০২২ | ৫:৫১ অপরাহ্ণ

    তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘২০০৮ সালে দল ঐক্যবদ্ধ ছিল বলে জননেত্রী শেখ হাসিনাকে মুক্ত করতে পেরেছিলাম। আগামী নির্বাচনেও দল যদি ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করে, তাহলে ২০০৮ সালের মতো ধস নামানো বিজয় আসবে, কেউ ঠেকাতে পারবে না।’

    শনিবার (১৬ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    হাছান মাহমুদ বলেন, ‘শেখ হাসিনা সেনাসমর্থিত তৎকালীন ১/১১ সরকারের সকল অন্যায়, অবিচার ও দুর্নীতির একমাত্র আপসহীন প্রতিবন্ধক ছিলেন। এ কারণে ২০০৭ সালের ১৬ জুলাই তাকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করা হয়েছিল। সেদিন প্রকৃতপক্ষে শেখ হাসিনাকে গ্রেফতারের মধ্য দিয়ে গণতন্ত্রকে বন্দি করা হয়েছিল। গণতন্ত্রের পায়ে সেদিন শেকল পরানো হয়েছিল। ২০০৮ সালের ১১ জুন তার মুক্তির মধ্য দিয়ে গণতন্ত্রও মুক্তিলাভ করেছে।’

    তিনি আরও বলেন, ‘শেখ হাসিনাকে গ্রেফতারের কয়েকদিন পর খালেদা জিয়ার পার্সোনাল উইংয়ের একজন কর্মকর্তা আমাকে ফোন করে বললেন, “আমাদের ম্যাডামকেও তো গ্রেফতার করা হতে পারে, আমরা একসঙ্গে কিছু করতে পারলে ভালো হয়’’। তখন আমি জবাব দিয়েছিলাম, “এই সিদ্ধান্ত তো দলীয় সিদ্ধান্ত হতে হবে। এটি আমাদের দল সিদ্ধান্ত নেবে কীভাবে আন্দোলন হবে”। এ কথা বলার কারণ, আমরা বিএনপির অনাচার-অবিচার অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছিলাম। সুতরাং আরেকটি অন্যায় অবিচারের প্রতিবাদ করতে গিয়ে আবার যারা অপরাধ করেছিল তাদের সঙ্গে আন্দোলন করা সমীচীন হবে কিনা, সেটা একটা বড় প্রশ্ন ছিল। আমার মনে হয়েছিল সেটা সমীচীন হবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে, বিএনপির নেতাকর্মীরা আন্দোলনে নামেনি।’

    চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী সভাপতিত্ব করেন। মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী প্রমুখ।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০