• আজ মঙ্গলবার
    • ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    আবারো সংঘর্ষে উত্তাল মণিপুর, নিহত ৩

    আবারো সংঘর্ষে উত্তাল মণিপুর, নিহত ৩

    গাজীপুর টিভি ডেস্ক | ৩১ আগস্ট ২০২৩ | ২:২৩ অপরাহ্ণ

    কিছুদিন আগেই মণিপুরের বিবাদমান দুই গোষ্ঠী কুকি ও মেইতেইদের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। এবার উত্তর-পূর্বাঞ্চলীয় এই রাজ্যে নতুন সংঘর্ষে অন্তত তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন।

    কুকি অধ্যুষিত চূড়াচাঁদপুর ও মেইতেই-প্রধান বিষ্ণুপুরের সীমানায় খইরেনতাক গ্রামে এই ঘটনা ঘটেছে। খবরটি নিশ্চিত করেছে গণমাধ্যম এনডিটিভি।

    মণিপুর পুলিশ জানিয়েছে, নারানসেনার কাছে ওই গ্রামে উভয় গোষ্ঠীর মধ্যে গোলাগুলি হয়েছে। এতে তিনজন মারা গেছেন। সাতজন আহত হয়েছেন। পরে পুলিশ, আসাম রাইফেলস ও কমান্ডোরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    ট্রাইবাল লিডার্স ফোরামের দাবি, মঙ্গলবার সকাল ১০টার দিকে গ্রামে আক্রমণ চালানো হয়। গ্রামরক্ষী বাহিনী মোতায়েন ছিল। তারাও গুলি চালাতে থাকে। গ্রামরক্ষী বাহিনীর একজন মারা যান। এর পরই ওই এলাকাজুড়ে ব্যাপক গুলির লড়াই চলতে থাকে। বেশ কিছুক্ষণ ওই লড়াই চলে।

    উল্লেখ্য, এর আগে পাহাড়ের নিচের এলাকায় একজন কৃষককে লক্ষ্য করে গুলি চালানো হয়। তিনি তখন জমিতে চাষ করছিলেন। তার বুকে গুলি লেগেছে, অবস্থা আশঙ্কাজনক। মণিপুরে কুকি ও মেইতেইদের মধ্যে বিরোধ চলছে। চার মাস ধরে রাজ্যটির পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ। প্রায় ১৫০ জন সেখানে মারা গেছেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০