• আজ শুক্রবার
    • ৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৭ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    ‘আমি দৃঢ় অবস্থানে থাকব, শেষ পর্যন্ত লড়াই করব’

    ‘আমি দৃঢ় অবস্থানে থাকব, শেষ পর্যন্ত লড়াই করব’

    গাজীপুর টিভি ডেস্ক | ১২ ডিসেম্বর ২০২৪ | ৮:৩২ অপরাহ্ণ

    সদ্য অভিশংসন থেকে রক্ষা পাওয়া দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল আবারও সামরিক আইন জারির পক্ষে কথা বলেছেন। দেশটির গণতন্ত্র রক্ষা করতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান। এ ছাড়া পদত্যাগ না করে শেষ পর্যন্ত লড়াইয়ের ইঙ্গিতও দিয়েছেন এই নেতা।

    ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) টেলিভিশনে দেওয়া এক ভাষণে এসব কথা বলেন ইউন সুক ইওল। সামরিক আইন জারিকে কেন্দ্র করে বিরোধী দল তাঁকে অভিশংসনের মুখোমুখি করার আরেকটি উদ্যোগ নিয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) পার্লামেন্টে এই প্রস্তাব তোলা হতে পারে।

    ইউনের নিজ দলের কিছু আইনপ্রণেতাও অভিশংসন প্রস্তাবের পক্ষে সমর্থন জানাবেন বলে জানিয়েছেন। এর মধ্যেই তিনি ভাষণে বললেন, পদত্যাগ করবেন না।

    এ সময় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল বলেন, ‘আমাকে অভিশংসন করা হোক বা তদন্ত করা হোক না কেন আমি দৃঢ় অবস্থানে থাকব, শেষ পর্যন্ত লড়াই করব।’

    গত শনিবার তিনি ক্ষমা চাওয়ার এবং তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিজ দলের রাজনৈতিক মিত্রদের হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর থেকে প্রথম মন্তব্যে এসব কথাই বলেছেন তিনি।

    গত শনিবার সামরিক আইন জারির পরিপ্রেক্ষিতে অভিশংসন চেষ্টার সম্মুখীন হন ইউন সুক ইওল। তবে রক্ষণশীল আইনপ্রণেতারা তাঁর অভিশংসন চেষ্টার বিরোধিতা করেন। প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসনের একটি প্রস্তাব পাস হওয়ার কথা ছিল, কিন্তু নিজ দলের কিছু সদস্যের বয়কটের কারণে এটি ব্যর্থ হয়। অভিশংসন থেকে আপাতত রক্ষা পেলেও ইউনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তদন্ত চলছে।

    সামরিক আইন জারির ঘটনায় ক্ষমা চেয়েছেন প্রেসিডেন্ট ইউন। তবে বিরোধীদলের পক্ষ থেকে তাঁর পদত্যাগের দাবি অব্যাহত রয়েছে। প্রেসিডেন্টের পদত্যাগ এবং সঠিক বিচার নিশ্চিত করার দাবিতে বিরোধী পক্ষ দৃঢ় অবস্থানে রয়েছে। বিরোধীদল ঘোষণা করেছে, তারা প্রতি শনিবার নতুন অভিশংসন ভোট আয়োজন করবে, যতদিন না প্রেসিডেন্ট পদত্যাগ করেন।

    এদিকে নিজ দলের মধ্যেই ইউন সুক ইওলকে নিয়ে বিরোধিতা রয়েছে। এরই মধ্যে ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টির (পিপিপি) প্রতিনিধি কিম জায়ে-সিওপ ইউনের অভিশংসনের পক্ষে সমর্থন জানিয়েছেন। এমনকি পুরো দলকে অভিশংসন প্রস্তাবকে ‘সমর্থন’ করার আহ্বান জানিয়েছেন তিনি।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০