- আজ বৃহস্পতিবার
- ১৫ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৯শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৮শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০২ মার্চ ২০২৪ | ১০:৩৭ পূর্বাহ্ণ
ভারতের অন্যতম ধনাঢ্য ব্যবসায়ী মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্রের বিয়েতে তারকার হাট বসতে চলেছে। এরইমধ্যে গুজরাটের জামনগরে এসে হাজির হয়েছেন মার্কিন সংগীত শিল্পী রিহানা।
আম্বানি পুত্রের বিয়ের অতিথিদের তালিকায় আরো আছেন মার্ক জাকারবার্গ, বিল গেটস।
মুকেশ পুত্র অনন্ত আম্বানি (২৮) রাধিকা মার্চেন্টকে বিয়ে করবেন জুলাই মাসে। এখন চলছে তার প্রাক বিবাহ অনুষ্ঠান।
তিন দিনের এই অনুষ্ঠানে যোগ দেবেন বলিউড তারকা শাহরুখ, অমিতাভ বচ্চন, দীপিকা, কারিনাসহ অনেকে।
মুকেশ আম্বানি (৬৬) বর্তমানে বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে আছেন দশম স্থানে। ফোর্বসের তথ্য মতে, তার সম্পদের পরিমাণ ১১৫ বিলিয়ন মার্কিন ডলার। অনন্ত তার ছোটো সন্তান।
জামনগরের গ্রামবাসীকে খাওয়ানোর মধ্য দিয়ে শুরু হয় আম্বানিপুত্রের প্রাক বিয়ে অনুষ্ঠানের কার্যক্রম। সেখানে মুকেশ আম্বানি ও তার পুুত্র ও হবু পুত্র বধূকে নিজ হাতে গ্রামবাসীকে খাবার পরিবেশন করতে দেখা গেছে।
আর মূল অনুষ্ঠানে ১২শ’ অতিথি অংশগ্রহণ করবেন। এই অতিথি তালিকায় ভারতের আরেক ধনকুবের গৌতম আদানি ও কুমার মঙ্গলাম বিরলাও আছেন। আছেন ডিজনির সিইও ববর আইগার।
শুক্রবার ভারতের তারকা ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনিকে দেখা গেছে জামনগরে। এমনকি ইভাঙ্কা ট্রাম্পও হাজির হতে পারেন এই আয়োজনে।