• আজ বৃহস্পতিবার
    • ৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৬শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    আরও দুই সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার

    আরও দুই সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ নভেম্বর ২০২৪ | ২:২৩ অপরাহ্ণ

    জনপ্রশাসনকে ঢেলে সাজানোর অংশ হিসেবে আরও দুই সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তারা হলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ শাহানারা খাতুন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহবুব বেলাল হায়দার।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। একটি প্রজ্ঞাপন ১০ নভেম্বর এবং আরেকটি ৬ নভেম্বর তারিখে জারি করা হয়।

    প্রজ্ঞাপন দুটিতে সচিব দুজনের নাম উল্লেখ করে বলা হয়, যেহেতু তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাদের সরকারি চাকরি হতে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে; সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো।

    যুক্তরাষ্ট্রসহ ৩ দেশে নিযুক্ত রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

    গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। ৮ আগস্ট যাত্রা শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার ক্ষমতায় এসেই আওয়ামী লীগের দলীয় প্রশাসনকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়। এর অংশ হিসেব আগেও বেশ কিছু ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১