• আজ বৃহস্পতিবার
    • ২রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    আরও ৫ দিন থাকতে পারে ঘন কুয়াশা ও ঠাণ্ডা বাতাস

    আরও ৫ দিন থাকতে পারে ঘন কুয়াশা ও ঠাণ্ডা বাতাস

    গাজীপুর টিভি ডেস্ক | ০৭ জানুয়ারি ২০২৫ | ৭:২২ অপরাহ্ণ

    বাংলাদেশের ওপর দিয়ে বুধবার (৮ জানুয়ারি) থেকে আবারও ঘন কুয়াশা ও ঠাণ্ডা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি পাঁচ দিন পর্যন্ত স্থায়ী থাকতে পারে।

    কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এ তথ্য জানিয়েছেন।

    তিনি বলেছেন, মঙ্গলবার (৭ জানুয়ারি) পশ্চিমা লঘুচাপের উর্ধ্বমুখী অংশ বাংলাদেশের স্থলভাগ ত্যাগ করে পূর্ব দিকে অগ্রসর হবে। তবে এর নিম্নমুখী অংশ উত্তর-পশ্চিম ভারতের হিমালয় অঞ্চলের কাশ্মীর এলাকা থেকে শীতল বাতাস নিয়ে আসবে। এই বাতাস মধ্য ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলো পেরিয়ে বুধবার সকাল থেকে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।

    এর ফলে বুধবার সকাল থেকেই দেশের বেশিরভাগ অঞ্চলে কুয়াশা ও ঠাণ্ডা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জানুয়ারি মাসের ৮ থেকে ১৩ তারিখ পর্যন্ত রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে।

    এছাড়া মঙ্গলবার সন্ধ্যার পর ভারতের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। এই প্রভাব আগামীকাল সকালেই বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

    এ অবস্থায় দেশের মানুষকে শীতকালীন সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১