- আজ বুধবার
- ১লা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০২ নভেম্বর ২০২২ | ৮:৫৯ অপরাহ্ণ
আরব ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য তেল আবিবেরবিবৈর ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত কাতারের স্থায়ী প্রতিনিধি শেইখা আলিয়া আহমেদ বিন সাইফ আলে সানি।
তিনি বলেন, সমস্ত ফিলিস্তিনি ভূখণ্ড, সিরিয়ার মালভূমি এবং লেবাননের সেবা খামার এলাকা থেকে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটাতে হবে এবং স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে হবে। গতকাল মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মধ্যপ্রাচ্য পরিস্থিতির ওপর ব্রিফিং দেয়ার সময় আলে সানি এসব কথা বলেন।
তিনি অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরে অবৈধ ইহুদি বসতি স্থাপন দ্রুত বন্ধ, ফিলিস্তিনিদের দেশে ফেরার অধিকার এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র গঠনের ওপর জোর দেন।
কাতারের এ কূটনীতিক জোর দিয়ে বলেন, ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্ব অবসানের শ্রেষ্ঠ উপায় হচ্ছে দুই পক্ষের মধ্যে সরাসরি আলোচনা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতা করা।
শেইখা আলিয়া বলেন, ফিলিস্তিন-ইসরায়েল-দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে রয়েছে পবিত্র আল-কুদস। ঐতিহাসিক এই স্থাপনার কোনো রকমের ক্ষতি এবং এর মর্যাদা মুছে ফেলার ক্ষেত্রে ইসরায়েলের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।