• আজ সোমবার
    • ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৬ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    আরো ৯৪ রুশ সেনার মুক্তি দিল ইউক্রেন

    আরো ৯৪ রুশ সেনার মুক্তি দিল ইউক্রেন

    গাজীপুর টিভি ডেস্ক | ১২ জুন ২০২৩ | ৭:৩৭ অপরাহ্ণ

    ইউক্রেনের কারাগার থেকে রাশিয়ার আরও ৯৪ সেনা মুক্তি পেয়েছে। অপরদিকে রুশ কারাগার থেকে ইউক্রেনের ৯৫ জন সেনা মুক্তি পেয়েছে।

    রবিবার ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    সম্প্রতি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে নতুন করে বন্দী বিনিময়ের চুক্তি হয়। তার আওতায় রাশিয়ার এসব সেনা ইউক্রেন থেকে মুক্তি পেল। অন্যদিকে, এই চুক্তির আওতায় ইউক্রেনের ৯৫ জন সেনা মুক্তি পেয়েছে।

    রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে, ইউক্রেনের কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত সেনারা বাসের ভিতর বেশ উৎফুল্ল অবস্থায় বসে আছে এবং তাদেরকে রুশ সরকারের পক্ষ থেকে নতুন কাপড় চোপড় এবং তরতাজা খাদ্য খাবার সরবরাহ করা হয়।

    রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যেসব সেনা মুক্তি পেয়েছে তারা ইউক্রেনের কারাগারে মৃত্যুর ঝুঁকির মুখে ছিল।

    রাশিয়ার মানবাধিকার কমিশনার তাতিয়ানা মুসকালকোভা জানিয়েছেন, মুক্ত সেনাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হবে।

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অফ স্টাফ আন্দ্রে ইয়ারমাক বলেছেন, বাখমুট শহরে লড়াইয়ের সময় তাদের এসব সেনা বন্দী হয়েছিল।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১