• আজ শনিবার
    • ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৫ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    আর্জেন্টিনার ২৮ বছরের অপেক্ষার অবসান

    | ১১ জুলাই ২০২১ | ৯:০৬ পূর্বাহ্ণ

    ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ১৫তম বারের মতো কোপা আমেরিকার শিরোপা নিজেদের করে নিয়েছে আর্জেন্টিনার। এই জয়ে ১৯৯৩ সালের পর প্রথমবারের মতো কোন শিরোপা স্থান পেল আকাশী-নীলদের ট্রফি ক্যাবিনেটে। আর্জেন্টিনার জার্সি গায়ে প্রথম শিরোপার স্বাদ পেলেন লিওনেল মেসি। আর কোপা আমেরিকা ইতিহাসে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডে উরুগুয়ের পাশে লাতিন আমেরিকার অন্যতম এই পরাশক্তি।

    মারাকানায় ধ্রুপদি লড়াইয়ের শুরুটা কেটেছে দুই দলের শক্তি প্রদর্শনে। ২১ মিনিটে ব্রাজিলের ডেডলক ভাঙেন আনহেল দি মারিয়া। কাউন্টার অ্যাটাক থেকে ঠান্ডা মাথার চিপে দলকে লিড এনে দেন পিএসজি তারকা।

    ক্ষণে ক্ষণে সেলেসাও শিবিরে ভয় বাড়িয়েছিলো আলবিসেলেস্তে। তবে দি মারিয়া-মেসিদের আর সফল হতে দেয়নি স্বাগতিকদের রক্ষণ। সমতায় ফিরতে খোলস ছেড়ে বের হয় ব্রাজিল। একাধিক আক্রমন করেও বিরতির আগে ব্যবধান কমাতে পারেনি নেইমাররা। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লাতিন আমেরিকার দুই পরাশক্তি।

    দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। সমতায়ও ফিরেছিলো স্বাগতিকরা। কিন্তু রিচার্লিসনের গোল অফ সাইডে বাতিল হলে শোকে রূপ নেয় সেলেসাওদের উৎসব। পর মূহুর্তে আবারও সুযোগ পান এভারটন তারকা। তবে এবার বাধার নাম এমিলিয়ানো মার্তিনেজ।

    মুহুর্মুহু আক্রমণে আর্জেন্টাইন রক্ষণ ব্যস্ত রাখলেও কেবল গোলের মুখ দেখাটাই হয়নি নেইমারদের। ওতামেন্ডি-এমিলিয়ানো মার্টিনেজদের প্রতিরোধে ঘরের মাঠে শতভাগ কোপা ফাইনাল জয়ের রেকর্ডটা অক্ষুণ্ণ রাখতে পারেনি হলুদ শিবির। ষষ্ঠবারের মতো ঘরের মাঠে কোপার ফাইনাল খেলে প্রথমবারের মতো রানার্স আপ পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

    নিজের স্বপ্নপূরণের রাতে স্কোরশিটে নাম তুলতে পারতেন মেসিও। তবে উৎসবের রাতে ক্ষুদে জাদুকরের এমন মিস কে বা মনে রাখবে! তবে মনে রাখতে হবে নেইমারের কান্না। আর করোনায় বিধ্বস্ত ব্রাজিলের মানুষের কাছে তিতে ক্ষমা প্রার্থনা। আরও একবার ব্রাজিলের জন্য ট্রাজেডি হয়ে রইলো মারাকানা। এবার চিরপ্রতিদ্বন্দ্বিদের কাছে কোপার শিরোপা হারিয়ে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০