- আজ বৃহস্পতিবার
- ২৬শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১০ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১২ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৯ জুলাই ২০২৫ | ৬:৫৩ অপরাহ্ণ
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সাবেক ব্যক্তিগত সহকারী বেদিকা প্রকাশ শেঠিকে কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। আলিয়া ভাটের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ইটারনাল সানশাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড’ এবং তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে প্রায় ৭৭ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৯ লাখ ২২ হাজার টাকা) আত্মসাতের অভিযোগ উঠেছে বেদিকার বিরুদ্ধে।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের আগস্ট, এই সময়ের মধ্যে আলিয়া ভাটের ব্যক্তিগত ও প্রযোজনা সংস্থার অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন গ্রেপ্তার বেদিকা প্রকাশ। পরে গত ২৩ জানুয়ারি আলিয়ার মা অভিনেত্রী ও পরিচালক সোনি রাজদান জুহু থানায় অভিযোগ করলে প্রকাশ্যে আসে বিষয়টি।
থানায় অভিযোগ দায়েরের পর বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অপরাধমূলক ধারায় মামলা হয়। পরে পুলিশ আলিয়া ভাটের সাবেক ব্যক্তিগত সহকারী বেদিকা প্রকাশকে খোঁজা শুরু করে।
পুলিশ সূত্রে জানা গেছে, বেদিকা প্রকাশ ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত আলিয়া ভাটের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন। এই সময়ে তিনি অভিনেত্রীর আর্থিক নথিপত্র ও অর্থপ্রদান পরিচালনা করেছেন এবং তারকার সময়সূচিও পরিকল্পনার দায়িত্ব পালন করেছেন।
পুলিশ জানিয়েছে, তদন্তে উঠে এসেছে বেদি প্রকাশ বিলের ভুয়া কাগজপত্র তৈরি করেছিলেন এবং তাতে আলিয়া ভাটের স্বাক্ষর নিয়ে অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। অভিনেত্রীকে অভিযুক্ত জানিয়েছিলেন, এই খরচ তার ভ্রমণ, সাক্ষাৎ ও অন্যান্য সংশ্লিষ্ট খাতের জন্য খরচ হয়েছে। বেদিকা প্রকাশ ভুয়া বিলগুলো আসল দেখানোর জন্য পেশাদার সরঞ্জাম ব্যবহার করেছেন। বলি তারকা স্বাক্ষরের পর অর্থ বন্ধুর অ্যাকাউন্টে রাখেন তিনি। যা পরে নিজের অ্যাকাউন্টে নিতেন বেদি প্রকাশ।
আলিয়া ভাটের মা অর্থ জালিয়াতির ব্যাপারে পুলিশে অভিযোগ দায়েরের পর অন্তরালে চলে যান বেদি প্রকাশ এবং বারবার অবস্থান পরিবর্তন করতে থাকেন। রাজস্থান, কর্ণাটক, পুনে ও বেঙ্গালুরুতে ট্র্যাক করা হয় তাকে। তবে সবশেষ বেঙ্গালুরু থেকে তাকে গ্রেপ্তার করে জুহু পুলিশ। পরে ট্রানজিট ডিমান্ডে মুম্বাই আনা হয় বেদি প্রকাশকে।