- আজ রবিবার
- ২২শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৯ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৫ নভেম্বর ২০২১ | ৫:২০ অপরাহ্ণ
আজ শুক্রবার (৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটব) আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
জনগণের উদ্দেশে আমীর খসরু বলেন, ‘দ্রব্যের দাম দিন দিন বাড়তে থাকবে, আর আপনাদের পকেট থেকে পয়সা যেতে থাকবে। আজকে আসার পথে দেখলাম, রাস্তায় বাস নেই। বহু মানুষ দাঁড়িয়ে আছে। তাদের কষ্টের কথা আপনি চিন্তা করতে পেরেছেন? ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছে। বাংলাদেশের মানুষ এই টাকা নিজেদের পকেট থেকে রাষ্ট্রীয় কোষাগারের দেবে এবং সেখান থেকে তারা লুটপাট করবে। কোনও টাকাই দেশে থাকছে না, বিদেশে চলে যাচ্ছে।’
‘বাংলাদেশ আজকে বিশ্বের অন্যতম ব্যয়বহুল দেশ। এই দেশের মানুষের এখনও দুই বেলা খেতে কষ্ট হয়। বিশ্বের ব্যয়বহুল দেশের যে ইন্ডেক্স রয়েছে, সেখানে শীর্ষে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে দুর্নীতি ও পরিবেশ দূষণেও শীর্ষে রয়েছে,’—বলেন আমীর খসরু।
সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আর চুরি করা সম্ভব হবে না। বিএনপি যে আন্দোলনের ডাক দিয়েছে, সেই আন্দোলনে পরিষ্কারভাবে আমরা বলেছি, এই স্বৈরাচার সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। এমনকি আলোচনায়ও যাবে না। শুধু নিরপেক্ষ সরকারের আলোচনা হতে পারে। সেটা কীভাবে গঠন করা হবে, সেই আলোচনায় আওয়ামী লীগসহ দেশের গণতন্ত্র ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে বিশ্বাস করে এমন সব রাজনৈতিক দলের সঙ্গে হবে। আলোচনার মাধ্যমে নিরপেক্ষ সরকারের রূপরেখা তৈরি করা হবে।’
সাংবাদিকদের বিদেশে পালিয়ে না গিয়ে ঘুরে দাঁড়ানোর অনুরোধ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আপনারা বিশ্বের যেখানেই যান না কেন, সেখানে আমাদের সাংবাদিক ভাই-বোনেরা পালিয়ে আছে। তারা বাধ্য হয়েছে এই দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য। আপনারা আর কতো পালাবেন? আর পালাবেন না, এখন ঘুরে দাঁড়ান।’
মানববন্ধনে দলটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |