- আজ শনিবার
- ১০ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৪শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৩শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৩ অক্টোবর ২০২৪ | ৩:৩০ অপরাহ্ণ
রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি সাংবিধানিক নয়, অংশীজনদের সঙ্গে আলোচনা করে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।
তিনি বলেন, অংশীজনদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে দ্রুতই যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে।
বুধবার (২৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন উপদেষ্টা।
এ সময় আন্দোলনকারীদের প্রতি ধৈর্য ধরার আহ্বান জানান তথ্য উপদেষ্টা। পাশাপাশি বঙ্গভবনের আশপাশে বিক্ষোভ না করার পরামর্শ দেন।
তিনি বলেন, রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না এটা সাংবিধানিক প্রশ্ন নয়। রাষ্ট্রপতি ইস্যুতে জনগণের চাওয়া বুঝতে পেরেছে সরকার। তাই এ বিষয়ে আন্দোলনের দরকার নেই।