• আজ শনিবার
    • ১০ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৪শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৩শে জিলকদ ১৪৪৬ হিজরি

    আলোর স্বল্পতায় আবার বন্ধ ঢাকা টেস্ট

    আলোর স্বল্পতায় আবার বন্ধ ঢাকা টেস্ট

    গাজীপুর টিভি ডেস্ক | ২৩ অক্টোবর ২০২৪ | ৪:২৩ অপরাহ্ণ

    ঝলমলে দিনের প্রথম সেশনটা কেটে যায় নির্বিঘ্নে। দ্বিতীয় সেশনের প্রায় এক ঘণ্টার মাথায় বৃষ্টি নামে। তাতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্টের লড়াই বন্ধ থাকে এক ঘণ্টা ২০ মিনিট। লম্বা সময় অপেক্ষার পর ফের লড়াইয়ে নামে দুদল।

    এবার বাধা হয়ে দাঁড়িয়েছে আলোর স্বল্পতা। কম আলোর কারণে ১৬ মিনিটের মাথাতেই ফের বন্ধ হলো ঢাকা টেস্ট।

    বৃষ্টির আগে ৭ উইকেটে ২৮৩ রান করা বাংলাদেশের লিড দাঁড়ায় ৮১ রানে। উইকেটে মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন নাঈম হাসান।

    দিনের শুরুর দুর্দশা মাড়িয়ে বাংলাদেশকে আশার আলো দেখান মেহেদী হাসান মিরাজ ও জাকের আলি অনিক। দুজনের শক্ত জুটিতে দক্ষিণ আফ্রিকার রান টপকে বাংলাদেশ নেয় লিড। ব্যক্তিগত হাফসেঞ্চুরি ছুঁয়ে দুজনেই ছুটছিলেন লিড বাড়ানোর আশায়। কিন্তু জমে যাওয়া এই জুটি ভেঙে বাংলাদেশের স্বপ্নভঙ্গ করেন কেশভ মাহারাজ।

    জাকেরকে ফিরিয়ে ১৩৮ রানে জুটি ভাঙেন মাহারাজ। ফেরার আগে ১১১ বলে ৫৮ রান করেন জাকের। তিনি ফেরার কিছুক্ষণ পর বৃষ্টি নামে। আপাতত বৃষ্টির কারণে বন্ধ ঢাকা টেস্ট। বৃষ্টির আগে উইকেটে এখন মিরাজের সঙ্গী নাইম হাসান। বাংলাদেশের স্কোরবোর্ডে ৭ উইকেটে রান ২৬৭। লিড পেয়েছে এখন পর্যত ৬৫ রানের।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১