- আজ বুধবার
- ১০ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৩শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১১ মে ২০২২ | ৪:১১ অপরাহ্ণ
ফিলিস্তিনের পশ্চিম তীরে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার একজন প্রবীণ সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। নিহত ওই সাংবাদিকের নাম শিরীন আবু আকলেহ। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তার নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়, বুধবার জেনিন শহরে ইসরায়েলি অভিযানের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন শিরীন আবু আকলেহ। এ সময় দখলদার বাহিনীর গুলিবর্ষণের শিকার হন তিনি। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
তাৎক্ষণিকভাবে এই হত্যাকাণ্ডের বিস্তারিত জানা যায়নি। তবে ভিডিওতে দেখা গেছে, তার মাথায় গুলি করা হয়েছে।
ফিলিস্তিনের রামাল্লা থেকে আল জাজিরার আরেক সাংবাদিক নিদা ইব্রাহিম কান্নাজড়িত কণ্ঠে বলেন, শিরীন আবু আকলেহ ছিলেন দারুণ দক্ষ একজন সাংবাদিক। ২০০০ সালে ফিলিস্তিনের দ্বিতীয় ইন্তিফাদার শুরু থেকে তিনি আল জাজিরার সঙ্গে কাজ করছিলেন।
তিনি বলেন, জেনিনে খবর সংগ্রহের সময় শিরীনের মাথায় গুলি লাগে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তার মৃত্যুর কথা ঘোষণা করা হয়েছে।
আবেগঘন কণ্ঠে নিদা ইব্রাহিম বলেন, শিরীন আবু আকলেহ-র সঙ্গে কাজ করা সাংবাদিকদের জন্য এটি একটি বড় ধাক্কা।
বুধবারের ঘটনায় আলি সামুদি নামের আরেক ফিলিস্তিনি সাংবাদিকও গুলিবিদ্ধ হয়েছেন। তবে জেরুজালেমভিত্তিক কুদস পত্রিকার এই সংবাদকর্মীর অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।