- আজ শনিবার
- ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৫ এপ্রিল ২০২১ | ৪:১৮ অপরাহ্ণ
আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন।
আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বৈঠকে সভাপতিত্ব করেন।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম।
সচিব বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানি করা কিছু পণ্যের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আমদানি শুল্ক ছাড় দিতে পারে।
প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, করোনার টিকার দ্বিতীয় ডোজ আগামী ৮ এপ্রিল থেকে দেওয়া হবে। প্রথম ডোজ ৬ এপ্রিল শেষ হবে। টিকার কোনো সংকট হবে না। দ্বিতীয় ডোজের কার্যক্রম চলতে চলতে বাকি টিকাও চলে আসবে।’
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে ও নিয়মিত মাস্ক পরে, সে বিষয়টি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী আজ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |