- আজ সোমবার
- ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৩ জুলাই ২০২২ | ৩:৪১ অপরাহ্ণ
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানডে মিশনও শুরু হয়েছে দুর্দান্ত জয়ে। প্রথম ম্যাচে ইংলিশদের গুঁড়িয়ে দিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে তার পুরস্কার পেয়েছে রোহিত শর্মার দল। পাকিস্তানের ‘স্থান’ দখলে নিয়ে জায়গা করে নিয়েছে তৃতীয় নম্বরে।
ইংল্যান্ডকে প্রথম ওয়ানডেতে ১০ উইকেটে হারানোর আগে ভারতের অবস্থান ছিল চার নম্বরে। রেটিং পয়েন্ট ছিল ১০৫। আর পাকিস্তান ছিল তিন নম্বরে। দাপুটে জয়ের পর ভারতের রেটিং দাঁড়িয়েছে ১০৮। ফলে ১০৬ রেটিং থাকা পাকিস্তানকে পেছনে ফেলে তিনে উঠে গেছে তারা। বাবর আজমরা চলে গেছে চার নম্বরে।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে বরাবরের মতো শীর্ষ আসন ধরে রেখেছে নিউজিল্যান্ড। ১২৬ রেটিং নিয়ে তারা এক নম্বরে অবস্থান করছে। ইংল্যান্ড ১২২ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে গত মাসেই ভারতকে পেছনে ফেলেছিল বাবর আজমের দল। ওয়েস্ট ইন্ডিজকে তারা হোয়াইটওয়াশ করায় এবং অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার কাছে সিরিজ (৩-২) হারায় তিনে ওঠার সুযোগ পেয়েছিল। কিন্তু ভারত ইংল্যান্ডের বিপক্ষে দুর্ধর্ষভাবে সিরিজ শুরু করায় তাদের অবস্থানটা হলো ক্ষণস্থায়ী। সিরিজে বাকি ম্যাচ জিতে এই ব্যবধান আরও বাড়ানোর সুযোগ রোহিত শর্মাদের আছে। কিন্তু ম্যাচগুলো হেরে গেলে আবার পাকিস্তানের পেছনে পড়ে যাবে তারা।
রটারডামে আগামী মাসে পাকিস্তানও নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের ওয়ানডে সিরিজ শুরু করবে। ৫ দিনের ব্যবধানে তারা খেলবে তিনটি ম্যাচ