- আজ মঙ্গলবার
- ৩১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৭ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১০ নভেম্বর ২০২১ | ৮:৫৪ অপরাহ্ণ
ব্যাটিংয়ে নামার আগে ফিল্ডিংয়েও সামনে থেকে দলকে নেতৃত্ব দিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন। প্রথম সেমিফাইনাল ম্যাচে মিড অফে তার দুর্দান্ত ক্যাচে ইংল্যান্ডের প্রথম উইকেট তুলে নিয়েছে নিউজিল্যান্ড।
পাওয়ার প্লে’র ছয় ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ৪০ রান। সাজঘরে ফিরে গেছেন ১৭ বলে ১৩ রান করা জনি বেয়ারস্টো। আরেক ওপেনার জস বাটলার অপরাজিত রয়েছেন ১৬ বলে ২০ রান করে।
আবুধাবিতে টস জিতে ইংল্যান্ডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন কিউই অধিনায়ক উইলিয়ামসন। ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ সতর্ক সাবধানী ছিল ইংলিশদের। প্রথম তিন ওভারে আসে মাত্র ১৩ রান।
ট্রেন্ট বোল্টের করা চতুর্থ ওভারের প্রথম দুই বলেই বাউন্ডারি হাঁকান জস বাটলার। এক বল পর অতিরিক্ত বাউন্সে ওয়াইডসহ চার হজম করেন বোল্ট। সেই ওভার থেকে ১৬ রান নিয়ে নিজেদের রান রেট উন্নতি করে ইংল্যান্ড।
টিম সাউদির করা পঞ্চম ওভারে এক বাউন্ডারিসহ ৮ রান নিলে পাঁচ ওভার শেষে স্কোর দাঁড়ায় বিনা উইকেটে ৩৭ রান। পাওয়ার প্লে’র শেষ ওভারে প্রথমবারের মতো আক্রমণে আসে অ্যাডাম মিলনে। তার প্রথম বলেই সাজঘরের পথ ধরেন বেয়ারস্টো।
অফস্ট্যাম্পের বাইরের বলটি কভার ড্রাইভ করেছিলেন ডানহাতি ওপেনার। কিন্তু পার করতে পারেননি মিড অফে দাঁড়ানো উইলিয়ামসনকে। দারুণ এক ডাইভে সেই বল তালুবন্দী করেন কিউই অধিনায়ক। থার্ড আম্পায়ার রিপ্লে দেখে আউট নিশ্চিত করেন।