• আজ শনিবার
    • ২১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৮ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে নেই শামি

    ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে নেই শামি

    গাজীপুর টিভি ডেস্ক | ১৩ জানুয়ারি ২০২৪ | ১২:০৩ অপরাহ্ণ

    ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্টে দলে নেই ভারতের পেসার মোহাম্মাদ শামি। গোড়ালির ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে না পেরায় তাকে দলে রাখেনি ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। যদিও গত সপ্তাহে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দলে ফেরার আশা প্রকাশ করেছিলেন পেসার শামি।

    শামির সঙ্গে ইংলিশদের বিপক্ষে প্রথম দুই টেস্টে রাখা হয়নি ব্যাটার ইশান কিশানকেও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে তাকে আফগানিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ ও ইংলিশদের বিপক্ষে আগামী দুই টেস্টেও বিশ্রাম দেওয়া হয়েছে।

    গতকাল শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে ভারত। স্কোয়াডে ডাক পেয়েছেন তরুণ ক্রিকেটার ধ্রুব জুরেল। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়ার অপেক্ষায় আছেন তিনি। এছাড়া স্কোয়াডে রাখা হয়েছে আভেশ খানকে।

    রোহিম শর্মার নেতৃত্বে এই সিরিজে তার সহ-অধিনায়ক হিসেবে থাকবেন জাসপ্রিত বুমরাহ।

    ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টের জন্য ভারতীয় স্কোয়াড

    রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), কেএস ভরত (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা , অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মো. সিরাজ, মুকেশ কুমার, জাসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক) ও আভেশ খান।

    ইংল্যান্ডের ১৬ সদস্যের স্কোয়াড

    বেন স্টোকস, রিহান আহমেদ, জেমস অ্যান্ডারসন, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, শোয়েব বশির, হ্যারি ব্রুক, জাক ক্রাওলি, বেন ডাকেট, বেন ফোকস, টম হার্টলি, জ্যাক লিচ, অলি পোপ, অলি রবিনসন, জো রুট ও মার্ক উড।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১