• আজ সোমবার
    • ৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৪শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    ইউক্রেনকে আরও চার হাজার কোটি ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

    ইউক্রেনকে আরও চার হাজার কোটি ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ মে ২০২২ | ৪:১২ অপরাহ্ণ

    ইউক্রেনকে আরও চার হাজার কোটি ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে এ সংক্রান্ত একটি বিলের অনুমোদন দেওয়া হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিনিধি পরিষদে বিলটির পক্ষে ভোট দিয়েছে ৩৬৮ জন এবং বিপক্ষে ভোট পড়েছে মাত্র ৫৭টি। এই বিলটি এখন কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটের অনুমোদনের জন্য পাঠানো হবে।

    কয়েক আগেই ইউক্রেনকে সহায়তার জন্য ৩ হাজার ৩০০ কোটি অতিরিক্ত সহায়তায় অনুমোদন দেওয়ার জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু মার্কিন আইনপ্রণেতারা এই সামরিক ও মানবিক সহায়তা তহবিল আরও বাড়ানোর সিদ্ধান্ত নেন।

    ইউক্রেনের জন্য এই সহায়তা প্যাকেজে প্রশিক্ষণ, অস্ত্র, সামরিক সরঞ্জামসহ ৬০০ কোটি ডলারের নিরাপত্তা সহায়তা পাঠানো হবে।

    এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন বলে সতর্ক করেছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। খুব শিগগির এই সংঘাত শেষ হচ্ছে না বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    ইউক্রেনের পূর্বাঞ্চলে তীব্র লড়াই অব্যাহত রয়েছে। সেখানকার ভূখণ্ড দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই সতর্কতা দেওয়া হলো।

    রাজধানী কিয়েভ দখলে রুশ বাহিনীর প্রচেষ্টা প্রতিহত করেছে ইউক্রেনীয় সেনারা। এরপরেই ডনবাস অঞ্চল দখলে ওপর জোর দিয়েছে রাশিয়া। কিন্তু মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, এতকিছুর পরেও রুশ বাহিনী আসলে অচলাবস্থায় রয়েছে।

    যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক এভ্রিল হেইনস মঙ্গলবার মার্কিন সিনেট কমিটির শুনানিতে বলেন, পুতিন এখনও ডনবাসের বাইরেও তাদের লক্ষ্য অর্জন করতে চান। কিন্তু তার উচ্চাকাঙ্ক্ষা পূরণে রাশিয়ার সামরিক সক্ষমতা নেই।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১