- আজ বুধবার
- ৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৫শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৩ এপ্রিল ২০২২ | ৫:০৫ অপরাহ্ণ
রাশিয়ার সিনিয়র কমান্ডার মেজর জেনারেল রুস্তাম মিনেকায়েভ বলেছেন, তাদের লক্ষ্য হলো ইউক্রেনের দক্ষিণাঞ্চল এবং পূর্বাঞ্চলীয় ডনবাস এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়া।
এই সামরিক কমান্ডারের বক্তব্য ক্রেমলিনের আনুষ্ঠানিক বক্তব্য কি-না তা পরিষ্কার নয়। তবে বক্তব্যটি রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে ব্যাপকভাবে উদ্ধৃত করা হয়।
এ লক্ষ্য অর্জিত হলে ২০১৪ সালে দখল করা ক্রিমিয়ার সাথে রাশিয়ার ভূখণ্ডের একটি সরাসরি স্থল-যোগাযোগ তৈরি হবে।
এছাড়াও এটি মস্কোর সাথে মলদোভায় রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদী ট্রান্সনিস্ত্রিয়া অঞ্চলের যোগাযোগ তৈরি করতেও সহায়তা করবে। ট্রান্সনিস্ত্রিয়া ইউক্রেনের পশ্চিম সীমান্ত এলাকায় একটি ছোট অঞ্চল।
বিবিসিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, তারা ওই বক্তব্য পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন।