- আজ শুক্রবার
- ২৭শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১১ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৩ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৩ নভেম্বর ২০২৩ | ৮:৩৬ অপরাহ্ণ
ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ নিয়ন্ত্রিত এলাকায় রুশ সৈন্যদের জন্য পারফর্ম করার সময় ইউক্রেনের হামলায় এক রুশ অভিনেত্রী নিহত হয়েছেন। ৪০ বছর বয়সী অভিনেত্রী পলিনা মেনশিখ ডনবাস অঞ্চলে মঞ্চে পারফর্ম করার সময় নিহত হন।
রয়টার্স ঘটনার বিস্তারিত যাচাই করতে না পারলেও উভয় পক্ষের সামরিক কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ১৯ নভেম্বর ওই এলাকায় ইউক্রেনের হামলা হয়েছিল।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এক রুশ সামরিক তদন্তকারীর উদ্ধৃতি দিয়ে বলেছে, দোনেৎস্ক অঞ্চলের কুমাচোভো নামে পরিচিত একটি গ্রামে একটি স্কুল ও সাংস্কৃতিক কেন্দ্রে এইচআইএমএআরএস ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই তদন্তকারী জানিয়েছেন, একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে তিনি সেনা হতাহতের কোনো উল্লেখ করেননি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে এবং কোনো হতাহতের কথা জানায়নি।