- আজ মঙ্গলবার
- ৩১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৭ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৫ মার্চ ২০২২ | ৩:১৬ অপরাহ্ণ
ইউক্রেনে বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র নিহত নাবিক হাদিসুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার সকালে বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা বাজারের পূর্ব পাশের মাঠে তার জানাজা সম্পন্ন হয়। সকাল সাড়ে ১০টায় দিকে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশেই তাকে দাফন করা হয়।
গতকাল সোমবার রাত ১০টার দিকে অ্যাম্বুলেন্সে বরগুনার বেতাগীতে পৌঁছায় হাদিসুরের মরদেহ। সোমবার দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদিসুরের মরদেহবাহী ফ্লাইটটি পৌঁছে।
প্রসঙ্গত, ২০১৮ সালে এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন হাদিসুর। গত ২ মার্চ রকেট হামলায় মারা যান তিনি।