- আজ রবিবার
- ৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৫ আগস্ট ২০২২ | ৮:০৭ অপরাহ্ণ
রেল স্টেশনে রাশিয়ার রকেট হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে পাঁচজন গাড়িতে থাকা অবস্থায় পুড়ে মারা গেছেন। নিহতদের মধ্যে ছয় বছরের দুটি শিশুও রয়েছে।
আজ বৃহস্পতিবার একথা জানিয়েছে ইউক্রেন। এই হামলায় আহত হয়েছে আরও ৩১ জন।
তবে এই হামলার বিষয়ে রাশিয়া এখনও কোন মন্তব্য করেনি। বারবার মস্কো বেসামরিক নাগরিকদের হামলার লক্ষ্যবস্তু বানানোর বিষয়টি অস্বীকার করে আসছে।
এর আগে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় চ্যাপলিন শহরে একটি রেল স্টেশনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছিলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।