• আজ বৃহস্পতিবার
    • ৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৬শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    ইউক্রেনে সোভিয়েত যুগের ট্যাংক পাঠাল চেক প্রজাতন্ত্র

    ইউক্রেনে সোভিয়েত যুগের ট্যাংক পাঠাল চেক প্রজাতন্ত্র

    গাজীপুর টিভি ডেস্ক | ০৬ এপ্রিল ২০২২ | ১:৩১ অপরাহ্ণ

    গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরই মধ্যে আজ বুধবার ৪২তম দিনে গড়িয়ে রুশ এই সামরিক অভিযান। বিগত ৪১ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ সেনারা। অবশ্য, নিজেদের সামর্থ অনুযায়ী প্রতিরোধও গড়ে তুলেছে ইউক্রেনীয় সামরিক বাহিনী।

    এরই ধারাবাহিকতায় কিয়েভ ও এর আশেপাশের এলাকায় এবং চেরনিহিভে ব্যাপক প্রতিরোধের মুখে পড়ে রাশিয়ান বাহিনী। অবশেষে সেখানে থেকে পিছু হঁটতে বাধ্য হয় রুশ সেনারা। এরপরই প্রকাশ্যে আসে কিয়েভের নিকটবর্তী বুচা শহরে নৃশংস হত্যাযজ্ঞের ঘটনা, যা নিয়ে বিশ্বব্যাপী চলছে ব্যাপক আলোচনা।

    এদিকে, যুদ্ধের এই পরিস্থিতিতে ইউক্রেনের জন্য সোভিয়েত যুগে তৈরি টি-৭২ ট্যাংক ও বিভিপি-১ সাঁজোয়া যান পাঠাল চেক প্রজাতন্ত্র। দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

    প্রতিবেদনে বলা হয়েছে, চেক প্রজাতন্ত্রের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে দেখা গেছে, পাঁচটি ট্যাংক ও পাঁচটি সাঁজোয়া যান নিয়ে একটি ট্রেন ইউক্রেনের উদ্দেশে রওনা করেছে। চেক প্রজাতন্ত্রই প্রথম ইইউভুক্ত দেশ, যেটি রুশ অভিযান শুরুর পর ইউক্রেনে সরাসরি আক্রমণাত্মক অস্ত্র পাঠাল।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১