• আজ শনিবার
    • ১১ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৬শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৮শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    ইউক্রেনে হাইপারসনিক মিসাইল ব্যবহারের দাবি রাশিয়ার

    ইউক্রেনে হাইপারসনিক মিসাইল ব্যবহারের দাবি রাশিয়ার

    গাজীপুর টিভি ডেস্ক | ১৯ মার্চ ২০২২ | ৩:৪৭ অপরাহ্ণ

    ইউক্রেনে হাইপারসনিক মিসাইল ব্যবহারের দাবি করল রাশিয়া। হাইপারসনিক মিসাইল হল শব্দের চেয়ে কয়েকগুণ দ্রুতগতিসম্পন্ন অস্ত্র, যা প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

    শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ‘ইন্টারফ্যাক্স’ এ তথ্য জানিয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

    প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলের একটি বড় ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ও বিমান গোলাবারুদের ডিপোতে এই হামলা চালানো হয়।
    রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, তারা উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে ইউক্রেনের বন্দর নগরী ওডেসার কাছে দেশটির সামরিক বাহিনীর রেডিও এবং অনুসন্ধান কেন্দ্র ধ্বংস করে দিয়েছে।

    তবে রাশিয়ার এসব দাবি নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি দ্য গার্ডিয়ান।

    উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে শনিবার ২৪তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত ২৩ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১