- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১১ এপ্রিল ২০২২ | ৩:৩৫ অপরাহ্ণ
ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর লাখ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছেন। তাদের পাশে দাঁড়াতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।
সাবেক বিশ্বসুন্দরী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠান ইউনিসেফের শুভেচ্ছাদূত। এক ভিডিও বার্তায় তিনি বিশ্বনেতার প্রতি আহ্বান জানিয়েছেন, ‘আমরা চুপচাপ দাঁড়িয়ে এসব দেখতে পারি না। সঙ্কট তীব্রতর হয়ে গেছে এবং এ সঙ্কট সমাধানে বিশ্বনেতাদের পদক্ষেপ নিতে হবে।’ প্রিয়াঙ্কা আরও বলেন, ‘ইউক্রেনের ২০ লাখ শিশু সবকিছু ফেলে নিরাপত্তার খোঁজে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে। ২৫ লাখ শিশু অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।’
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক হিসাব অনুযায়ী, ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর ৪০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়েছেন। ৭০ লাখের বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।