- আজ বুধবার
- ১০ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৩শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৮ মার্চ ২০২৩ | ৬:১৪ অপরাহ্ণ
ইকুয়েডরের আন্দিজ পর্বতমালায় ঘেরা এক বসতিতে ভূমিধসে সাতজন প্রাণ হারিয়েছেন। এখনও নিখোঁজ আছেন ৬২ জন।
ইকুয়েডরের ঝুঁকি ব্যবস্থাপনা সচিবালয় জানিয়েছে, রাজধানী কিটো থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণের আলাউসি এলাকায় ভূমিধসে ২৩ জন আহত হয়েছেন। ৩০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী, স্বাস্থ্য মন্ত্রণালয় ও রেডক্রস উদ্ধারকাজে সহায়তা করছে।
প্রেসিডেন্ট গিলিয়ার্মো লাস্সো সোমবার রাতে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন।
চারদিক সবুজ পাহাড়ে ঘেরা আলাউসিতে প্রায় ৪৫ হাজার মানুষ বাস করেন। ভূমিধসে কয়েকটি সরকারি ভবন ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধ হয়ে গেছে তিনটি স্কুল।
বছরের শুরু থেকে ইকুয়েডরে ভারি বৃষ্টিপাত হচ্ছে। এতে ভূমিধস, বন্যাসহ প্রায় এক হাজার বিপজ্জনক ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২২ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ইকুয়েডরের ঝুঁকি ব্যবস্থাপনা সচিবালয়।