- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৩ নভেম্বর ২০২১ | ১২:৪৬ অপরাহ্ণ
গ্রামের বসতি এলাকায় অবস্থিত ইটভাটার মাটির স্তূপে স্তুপে খেলতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে মারা গেছে খাদিজা খাতুন নামের এক শিশু। গুরুতর আহত হয়েছে হালিমা খাতুন নামের আরেক শিশু। আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের মাঠপাড়ায় অবস্থিত এসকেএসবি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুকন্যা খাদিজা খাতুন হাটবোয়ালিয়া গ্রামের মাঠপাড়ার আজির উদ্দীনের মেয়ে ও গুরুতর আহত শিশুকন্যা হালিমা খাতুন একই পাড়ার আফাজ উদ্দীনের মেয়ে।
জানা যায়, হাটবোয়ালিয়া গ্রামের মাঠপাড়ার বসতি এলাকায় অবস্থিত সিরাজুল ইসলামের এসকেএসবি ইটভাটা। গ্রামের রাস্তার পাশে অবস্থিত এই ইটভাটায় স্তূপীকৃত মাটি রয়েছে। উঁচু স্তূপ করে রাখা মাটির কয়েক হাত ওপর দিয়ে চলে গেছে বিদ্যুতের তার। গতকাল মঙ্গলবার বিকেলে দুই বান্ধবী খাদিজা খাতুন (১২) ও হালিমা খাতুন (১২) শিশু-কিশোরের সঙ্গে ইটভাটার মাটির স্তূপে খেলছিল।
এ সময় অসাবধানতাবশত খাদিজা খাতুন ও হালিমা খাতুনের মাটির স্তূপের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে হাত লাগলে তারা বিদ্যুৎ স্পর্শে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গা হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসার পরও খাদিজা খাতুনের শারীরিক অবস্থার উন্নতি না হলে সন্ধ্যায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ ও পরিবেশ আইনকে উপেক্ষা করে গ্রামের বসতি এলাকায় ও রাস্তার পাশে অবৈধভাবে গড়ে ওঠা এসকেএসবি ইটভাটা বন্ধের দাবি তুলেছে সচেতন গ্রামবাসী।