• আজ বুধবার
    • ৭ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে জিলকদ ১৪৪৬ হিজরি

    ইভিএম বা ব্যালট, এটা নিয়ে জনগণের কোনো মাথাব্যথা নেই: খসরু

    ইভিএম বা ব্যালট, এটা নিয়ে জনগণের কোনো মাথাব্যথা নেই: খসরু

    গাজীপুর টিভি ডেস্ক | ০৪ এপ্রিল ২০২৩ | ৮:১৭ অপরাহ্ণ

    চট্টগ্রামে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ইভিএম বা ব্যালট বিষয় নয়, নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচনে বিএনপি যাবে না। ইভিএম হলো না, ব্যালটে হলো এটা নিয়ে জনগণের কোনো মাথাব্যথা নেই’।

    সোমবার (৩ এপ্রিল) বিকেলে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, ‘সাংবাদিকদের কাজ হচ্ছে সঠিক সংবাদ পরিবেশন করা। আর সঠিক সংবাদ পরিবেশন করতে গিয়ে সরকার সাংবাদিকদের মামলা দিচ্ছে, গ্রেফতার করছে।’

    প্রধান বক্তা হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, এ সরকার স্বেচ্ছায় ক্ষমতা থেকে বিদায় নেবে না। আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে।

    আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য মীর হেলাল উদ্দিন, তারিকুল আলম তেনজিন, উদয় কুসুম বড়ুয়া, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানসহ অনেকে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১