- আজ বুধবার
- ১লা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৮ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৫ জুলাই ২০২৫ | ৬:১৫ অপরাহ্ণ
ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের মার্কিন কোম্পানি পরিচালিত একটি তেলক্ষেত্রে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার এই বিস্ফোরণে ঘটনায় তেলক্ষেত্রটির কার্যক্রম স্থগিত করেছে কোম্পানিটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-আরাবিয়া।
এইচকেএন এনার্জি এক বিবৃতিতে জানিয়েছে, ‘স্থানীয় সময় সকাল ৭টায় সারাং ফিল্ডে তাদের একটি উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ ঘটে। স্থানটি সুরক্ষিত না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত কেন্দ্রের কার্যক্রম স্থগিত থাকবে।’
বিস্ফোরণের কারণ বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানায়নি কোম্পানিটি। তবে, কুর্দিস্তানের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় পরে জানিয়েছে, সারাং তেলক্ষেত্রে বিস্ফোরণটি একটি ড্রোন হামলার কারণে ঘটেছে।
একইসঙ্গে এই হামলাকে কুর্দিস্তান অঞ্চলের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামোর বিরুদ্ধে সন্ত্রাসবাদের একটি কাজ বলে অভিহিত করেছে কুর্দিস্তানের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়।
কুর্দিস্তানে তিনটি বিস্ফোরক-বোঝাই ড্রোন হামলার খবর পাওয়ার একদিন পর সারসাং ক্ষেত্রটিতে বিস্ফোরণটি ঘটলো। তিনটি ড্রোন হামলার মধ্যে একটি মার্কিন সেনাদের আবাসস্থল ইরবিল বিমানবন্দরের কাছে ভূপাতিত করা হয়েছিল এবং আরও দুটি খুরমালা তেলক্ষেত্রে আঘাত হানে।