- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ২:৩৫ অপরাহ্ণ
সম্প্রতি ইরানের বিরুদ্ধে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। রাশিয়ার কাছে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র বিক্রি থেকে নিবৃত্ত করার প্রয়াসে ইরানের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি।
২০১৫ সালে ইরান একটি পারমাণবিক চুক্তিতে সম্মত হয়েছিল এবং এর শর্তাবলি অনুসারে পরের মাসে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ছিল।
তবে ইউরোপীয় দেশগুলো মনে করে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ ও মজুদ করে চুক্তি লঙ্ঘন করেছে।
ইরান বলছে, তাদের পদক্ষেপ ‘অবৈধ ও উসকানিমূলক’।
অত্যন্ত সমৃদ্ধ হলে ইউরেনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা যেতে পারে।
ইউরোপীয় শক্তিগুলো ঘোষণা করেছে যে তারা তাদের নিজস্ব আইনে জাতিসংঘের মেয়াদ উত্তীর্ণ নিষেধাজ্ঞাগুলিকে অন্তর্ভুক্ত করবে।
কিছু পদক্ষেপ ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উন্নয়ন ও রপ্তানি বন্ধ করার কথা রয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরানের তৈরি অনেক ড্রোন রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করেছে।
ইরান আট বছর আগে পি৫+১ নামে পরিচিত বিশ্বশক্তির একটি গ্রুপ- মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া ও জার্মানির সঙ্গে জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন (জেসিপিওএ) নামে পরিচিত এই চুক্তিতে সম্মত হয়েছিল।
চুক্তির অধীনে ইরান তার সংবেদনশীল পারমাণবিক কার্যক্রম সীমিত করতে এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে আন্তর্জাতিক পরিদর্শকদের অনুমতি দিতে সম্মত হয়েছিল। চুক্তিটি ইরানে এবং সেখান থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র কেনা, বিক্রি বা স্থানান্তর করতে বাধা দেয়।
চুক্তিতে পারমাণবিক কর্মসূচিকে এগিয়ে নিতে সাহায্য করছে এমন ব্যক্তি ও সংস্থার একটি তালিকার সম্পদ জব্দ করাও অন্তর্ভুক্ত ছিল।
রাশিয়া এবং চীনের মতো দেশগুলো ১৮ অক্টোবরের আগে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির মতো নিষেধাজ্ঞাগুলো গ্রহণ না করলে তারা আর নিষেধাজ্ঞার দ্বারা আবদ্ধ থাকবে না। সম্মিলিতভাবে ই৩ নামে পরিচিত
পরের তিনটি দেশ বলেছে, তেহরান চুক্তি মেনে নিতে পুরোপুরি সম্মত না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞাগুলো বহাল থাকবে।
ইরান বলেছে যে সিদ্ধান্তটি স্পষ্টভাবে জেসিপিওএ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলিউশন ২২৩১ এর অধীনে ই৩ এর বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। সূত্র বিবিসি।
মানবকণ্ঠ/আরএইচটি