- আজ বুধবার
- ২৬শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৯ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৯ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২২ সেপ্টেম্বর ২০২১ | ৮:১৩ অপরাহ্ণ
২ ম্যাচে ১০ গোল হজম করে এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্ব থেকে বাংলাদেশের বিদায়। প্রথম ম্যাচে জর্ডান, আজ ইরান। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৬৫ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে এদিন প্রতিরোধই গড়ে তুলতে পারেননি সাবিনারা।
উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের বুনিয়দকর স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের বাছাইয়ে বুধবার নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে জর্ডানের বিপক্ষেও ৫-০ গোলে হেরেছিল।
২০১৪ সালেই সর্বশেষ এই বাছাইয়ে খেলেছিল বাংলাদেশ। ২০১৮ সালে অংশ নেয়নি। ৭ বছর আগে দেশের মাটিতে থাইল্যান্ডের বিপক্ষে ৯-০, ইরানের বিপক্ষে ২-০ এবং ফিলিপাইনের কাছে ৪-০ গোলে হেরে গ্রুপের তলানিতে ছিল বাংলাদেশ।