• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    ইরানের নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গি হামলায় নিহত ২৭

    ইরানের নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গি হামলায় নিহত ২৭

    গাজীপুর টিভি ডেস্ক | ০৪ এপ্রিল ২০২৪ | ৯:৫৫ অপরাহ্ণ

    ইরানের প্রদেশ সিস্তান-বেলুচেস্তানে দেশটির বিপ্লবী গার্ডের সদর দফতরে জঙ্গি হামলায় ১১ জন ইরানি নিরাপত্তা বাহিনীসহ ১৬ জন জঙ্গি নিহত হয়েছে।

    বৃহস্পতিবার (৪ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

    দেশটির ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী মাজিদ মিরাহমাদি রাষ্ট্রীয় টেলিভিশন বলেন, ‘চাবাহার এবং রাস্ক শহরে জইশ আল-আদল গ্রুপ এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে রাতভর সংঘর্ষ হয়েছে। সন্ত্রাসীরা চাবাহার এবং রাস্কে গার্ডস সদর দফতর দখলে ব্যর্থ হয়েছে।’

    জাইশ আল-আদল বলেছে, ‘তারা শিয়া অধ্যুষিত ইরানে জাতিগত সংখ্যালঘু বেলুচিদের জন্য বৃহত্তর অধিকার এবং উন্নত জীবনযাপনের পরিস্থিতি চায়। এটি সাম্প্রতিক বছরগুলোতে সিস্তান-বেলুচেস্তানে ইরানি নিরাপত্তা বাহিনীর ওপর বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে।’

    আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাটিতে দীর্ঘদিন ধরেই ইরানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সুন্নি জঙ্গি ও মাদক পাচারকারীদের সংঘর্ষ হয়। এলাকাটি আফগানিস্তান থেকে পশ্চিম এবং অন্যত্র মাদকদ্রব্য পাচারের অন্যতম ট্রানজিট রুট।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০