• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    ইরানের বিপক্ষে বাংলাদেশের কঠিন সমীকরণ

    ইরানের বিপক্ষে বাংলাদেশের কঠিন সমীকরণ

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ মার্চ ২০২৩ | ৯:২৪ অপরাহ্ণ

    হিসেবটা একদম পরিষ্কার। জিতলে এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে, হারলে বা ড্র করলেই বিদায়। অর্থাৎ শামসুন্নাহার জুনিয়দের জন্য বাঁচা-মরার লড়াই।

    ঘরের মাঠে এমন সমীকরণ নিয়েই রোববার ইরানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি।

    তিন দলের লড়াই শেষে দ্বিতীয় রাউন্ডে যাবে গ্রুপ চ্যাম্পিয়ন দলটি। গ্রুপসেরা হওয়ার সেই লড়াইয়ে বাংলাদেশের চেয়ে সুবিধাজনক অবস্থানে ইরান। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে যে তুর্কমেনিস্তানকে হারিয়েছে ৪-০ গোলে সেই দলটিকে ইরান হারিয়েছিল ৭-১ গোলে।

    বাংলাদেশ ও ইরানের পয়েন্ট সমান হলেও গোলে বেশ সুবিধাজনক অবস্থানে মধ্যপ্রাচ্যের দেশটি। তাই বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে উঠতে তাদের প্রয়োজন শুধু হার এড়ানো।

    ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশ যেখানে ১৪০, ইরান ৬৮। ৭২ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে বাংলাদেশ কি পারবে জিতে বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে উঠতে?

    এক মাস আগে বাংলাদেশের এই মেয়েরাই এই মাঠে জিতেছিল সাফ চ্যাম্পিয়নশিপ। একদিন আগে এক হালি গোল দিয়েছে তুর্কমেনিস্তানের জালে। বদলে যাওয়া দেশের নারী ফুটবল প্রতিটি ম্যাচ, প্রতিটি টুর্নামেন্টেই আশা বাড়াচ্ছে মানুষের মনে। তাই তো ইরানকে হারিয়েই দ্বিতীয় রাউন্ডে ওঠার দৃঢ় মনোবল তাদের।

    তুর্কমেনিস্তানের বিপক্ষে ৪-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করা আকলিমা খাতুন যেমন ওই ম্যাচের চেয়ে আরো ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন। ‘প্রথম ম্যাচে আমরা তুর্কমেনিস্তানের বিপক্ষে যেমন খেলেছি ইরানের বিপক্ষেও তেমন খেলব। চেষ্টা করব আরও ভালো খেলতে। আমি স্ট্রাইকার। তাই আমাকে আটকে রাখার, ঘিরে রাখার চেষ্টা করবে ডিফেন্ডাররা। আমার চেষ্টা থাকবে বেরিয়ে আসার। ওই অবস্থার ভেতর থেকেই যেভাবেই হোক স্কোর করতে হবে’-বলছিলেন আকলিমা।

    সহজ প্রতিপক্ষ। তারপরও তুর্কমেনিস্তানের বিপক্ষে গোল আদায় করতে সময় লেগেছে ৪৫ মিনিট। গোল পাচ্ছিলেন না বলে কি দুশ্চিন্তা বাড়ছিল? আকলিমার জবাব, ‘না। অনেকক্ষণ ধরে গোল পাচ্ছিলাম না বলে কোনো দুশ্চিন্তা করিনি। ভাবছিলাম আমরা গোল পাবই। আমরা ম্যাচ জিততে পারব। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। কোনো চাপ ছিল না আমাদের। কোচ বলেছেন ঠান্ডা মাথায় খেলবে। গোল আসবে। গোল এসেছে, আমরা জয়ও পেয়েছি।’

    আরেক ফরোয়ার্ড শাহেদ আক্তার রিপা মনে করছেন ইরানের বিপক্ষে ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, ‘আমরা ইরানের খেলা দেখেছি। ওরাও আমাদের খেলা দেখেছে। একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে কাল। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। কারণ যেহেতু দেশের মাটিতে খেলা, আমরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করব।’

    প্রথম ম্যাচে গোল পাননি। নিশ্চয়ই আক্ষেপ আছে? ‘হ্যাঁ। গোল করতে না পারায় আক্ষেপ আছে। আমি চাই এ ম্যাচে ভালো কিছু করার। গোল করার চেষ্টা করব। এটা যেহেতু বিশ্বকাপেরও বাছাই, তাই জিতে দ্বিতীয় রাউন্ডে যেতে চাই’ -বলেছিলেন রিপা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০