- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১:১৯ অপরাহ্ণ
ইরানে নারীদের ইসলামি পোশাক পরিধানের বিষয়ে কঠোর হচ্ছে ইরান সরকার। যেসব নারী ইসলামিক পোশাকবিধি লঙ্ঘন করবে, তাদের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে- এমন বিধান রেখে সংসদে বিল পাস করেছেন দেশটির আইনপ্রণেতারা।
ইরানের পার্লামেন্টে নতুন হিজাব আইন পাস হয়েছে। এই আইনে হিজাবের নিয়মনীতি ভঙ্গ করলে বড় ধরনের শাস্তির প্রস্তাব রাখা হয়েছে। বলা হয়েছে সবাইকে বাধ্যতামূলকভাবে হিজাব সংক্রান্ত বিধান ও ড্রেস কোড মেনে চলতে হবে।
বুধবার এই বিলের পক্ষে ইরানের ১৫২ জন আইনপ্রণেতা ভোট দিয়েছেন আর বিপক্ষে ভোট দিয়েছেন ৩৪ জন। আর সাত জন এ সময় উপস্থিত ছিলেন না।
তবে সংসদে পাস হলেও দেশটির অভিভাবক কাউন্সিল, ধর্মীয় নেতা ও আইন বিশেষজ্ঞদের অনুমোদনের পর এই আইন সংসদে পাস হবে।
উল্লেখ্য, গত বছর ইরানের নীতি পুলিশের অত্যাচারের শিকার হয়ে মারা যান মাহশা আমিনি নামের ২২ বছরের এক কুর্দি তরুণী। তারপর ইরান জুড়েই তীব্র আন্দোলন ছড়িয়ে পড়ে। সাময়িকভাবে নীতি পুলিশের কার্যক্রমও স্থগিত করা হয়েছিল।