- আজ শুক্রবার
- ৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৭ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৬ এপ্রিল ২০২১ | ৪:২৪ অপরাহ্ণ
ভবিষ্যতে ইসরাইলের স্বার্থের ওপর আরও হামলা হতে পারে হুশিয়ারি করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল বাকেরি।
ইসরাইলের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে সিরিয়া থেকে রকেট হামলা চালানোর কয়েক দিন পর রোববার এই হুমকি দিলেন তিনি। খবর আল জাজিরার।
এদিন তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেনারেল বাকেরি বলেন, গত কয়েকদিনে যেসব পদক্ষেপ নেয়া হয়েছে এবং সামনেও তাদের স্বার্থে যেসব আঘাত হানা হবে তাতে নিঃসন্দেহে তাদের বোধশক্তি জাগ্রত হবে।
তিনি বলেন, ইহুদিবাদীরা ধরে নিয়েছিল তারা স্থায়ীভাবে সিরিয়ার ভূমিতে হামলার পাশাপাশি বিভিন্ন স্থানে ও সাগরে নিজেদের কুকর্ম চালিয়ে যাবে এবং এর কোনো জবাব পাবে না।