- আজ শনিবার
- ৪ঠা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৮ ডিসেম্বর ২০২০ | ৬:৫৯ অপরাহ্ণ
ইসরাইলে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় ফের দেশজুড়ে লকডাউন দিয়েছে সরকার। রোববার বিকাল থেকে দেশটিতে লকডাউন কার্যকর করা হয়। এতে বেশ কিছু কড়া বিধি নিষেধ আরোপ করা হয়।
টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার বিকাল ৫টা থেকে লকডাউন কার্যকর করা হয়েছে। অনন্ত দুই সপ্তাহের জন্য দেশজুড়ে থাকবে এমন পরিস্থিতি। তবে শনাক্তের হার বাড়তে থাকলে লকডাউন আরও বাড়ানো হতে পারে।
পুরো দেশ জুড়ে পুলিশ সদস্যরা সড়কগুলো বন্ধ করে সতর্ক অবস্থায় রয়েছে।
লকডাউনের বিধি নিষেধে বলা হয়েছে, স্থানীয়রা নিজেদের বাড়ি থেকে এক কিলোমিটারের মধ্যে অবস্থান করতে পারবেন। তবে চিকিৎসা ও খাবারের জন্য কিছুটা শিথিলযোগ্য থাকবে।
করোনা মহামারী শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত তিন বার লকডাউন দেয়া হয়েছে। দেশটিতে প্রথম এপ্রিলের মাঝামাঝি এবং সেপ্টেম্বরে লকডাউন দেয়া হয়।
এদিকে করোনা মোকাবেলায় ১৯ ডিসেম্বর থেকে ইসরাইলে করোনার ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৯৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ইসরাইলে মোট আক্রান্তের সংখ্যা চার লাখ ছাড়িয়েছে। এ পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ২২৫ জন।