- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৩ অক্টোবর ২০২৪ | ৪:৩৭ অপরাহ্ণ
লেবাননের থেকে ইসরায়েলে ২৪ ঘণ্টায় ২৪০টিরও বেশি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল জুড়ে উত্তর ইসরায়েলের অন্তত চারটি এলাকায় সতর্কীকরণ সাইরেন বাজতে শোনা গেছে।
লেবাননের সীমান্তের কাছে গ্যালিলি প্যানহ্যান্ডলে সবচেয়ে সাম্প্রতিক সাইরেন ছিল।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, বুধবার একদিনে দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে ২৪০টির বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে। এই রকেট ছোড়া এখনও অব্যাহত রয়েছে বলে মনে হচ্ছে। বৃহস্পতিবার সকালে উত্তর ইসরায়েলের অন্তত চারটি এলাকায় সতর্কীকরণ সাইরেন বাজার শব্দ শোনা গেছে। সবশেষ লেবানন সীমান্তের কাছে গ্যালিলি প্যানহ্যান্ডলে সাইরেন বাজার শব্দ শোনা গেছে।
সপ্তাহ দুয়েক ধরে হিজবুল্লাহর দমনের নামে লেবাননে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে লেবাননে বহু লোক হতাহত হয়েছে। নিহতদের মধ্যে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহও রয়েছেন।