• আজ সোমবার
    • ৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৪শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনি কিশোর নিহত

    ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনি কিশোর নিহত

    গাজীপুর টিভি ডেস্ক | ২১ মে ২০২২ | ৫:১৪ অপরাহ্ণ

    অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে আবারও ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। হামলায় আমজাদ আল-ফায়েদ (১৭) নামে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

    আজ শনিবার সকালে শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলা এ হতাহতের ঘটনা ঘটে।

    জেনিন শহরে ইহুদিবাদী সেনাদের হামলা এবং স্বেচ্ছাচারী হত্যাকাণ্ডের বিরুদ্ধে যখন পুরো পশ্চিম তীরে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে তখন জেনিন শরণার্থী শিবিরে নতুন করে হামলা চালালো ইহুদিবাদী বাহিনী।

    ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, শনিবার সকালে ইসরায়েলি বাহিনী হাইফা সড়কে হামলা চালায়। এ সময় স্থানীয় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে।

    ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইহুদিবাদী বাহিনীর গুলিতে ১৭ বছর বয়সী এক কিশোর নিহত এবং ১৮ বছর বয়সী এক কিশোর গুরুতরভাবে আহত হয়েছে। ফিলিস্তিনি মন্ত্রণালয় নিহত কিশোরের নাম আমজাদ আল-ফায়েদ বলে জানিয়েছে।

    সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে পশ্চিম তীরে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে জেনিন শরণার্থী শিবির তার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখানেই সম্প্রতি ইসরায়েলি বাহিনীর কমান্ডো সার্জেন্ট মেজর নোয়াম রাজ নিহত হন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১