• আজ বুধবার
    • ১০ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৩শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার চার সেনা নিহত

    ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার চার সেনা নিহত

    গাজীপুর টিভি ডেস্ক | ২৭ এপ্রিল ২০২২ | ২:১৩ অপরাহ্ণ

    সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বিভিন্ন স্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় তাদের চার সেনা নিহত এবং আরও তিন সেনা আহত হয়েছে।

    সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েলের হামলায় বেশ ক্ষয়ক্ষতিও হয়েছে।

    এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছিল যে, ইসরায়েলের উত্তর-পূর্বাঞ্চলীয় তিবারিয়াস এলাকা থেকে হামলা চালানো হয়। সে সময় দাবি করা হয় যে, ইসরায়েলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে গুলি করে ভূপাতিত করা হয়েছে।

    তবে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র। ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দামেস্কের বেশ কয়েকটি এলাকায় ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ব্যবহৃত অস্ত্র ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল।

    এর আগে গত ১৪ এপ্রিল দামেস্কের কাছে সিরিয়ার বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০