• আজ বুধবার
    • ১লা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৮ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    ইসলামের জন্য কারও অনুভূতি থাকলে বিএনপির আছে: রিজভী

    ইসলামের জন্য কারও অনুভূতি থাকলে বিএনপির আছে: রিজভী

    গাজীপুর টিভি ডেস্ক | ১৫ জুলাই ২০২৫ | ৬:১৭ অপরাহ্ণ

    ইসলামি দলগুলোর উদ্দেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দু-একটি ইসলামি দল জিয়াউর রহমানের অনুকম্পায় রাজনীতি করার সুযোগ পেয়েছে। ইসলামের জন্য কারও অনুভূতি থাকলে সেটা বিএনপির আছে।

    তিনি আরও বলেন, ইসলামের নাম নিয়ে সুযোগসন্ধানী কাজ করবেন এটা মানুষ জানে। ইউটিউব, বিভিন্ন কনটেন্ট, সামা‌জিক যোগা‌যোগমাধ্যম, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে আজেবাজে ছড়াচ্ছেন আমরা কিন্তু জানি। আমরা নেতাকর্মীদের বলেছি, তাদের কোনো উস্কানিতে পা দেবেন না।

    মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কু‌ড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ‘আমরা বিএন‌পি প‌রিবা‌র’ আয়োজ‌নে চব্বিশের গণঅভ্যুত্থানে কুড়িগ্রামে শহীদ পরিবারগু‌লোর সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থির বক্তব্যে এসব কথা বলেন তি‌নি।

    রুহুল কবির রিজভী আরও বলেন, ‘গত ১৬ বছরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের ‌যে মাঠ প্রস্তুত ছিল, যে পটভূমি রচিত হয়েছিল; সেই পটভূমির ওপর জুলাই আন্দোলন বিজয় লাভ করেছে।’

    তি‌নি ব‌লেন, ‘সারাদেশে দেড় হাজারের মতো শিশু-তরুণ-কিশোর, বাচ্চা, রিকশাওয়ালা কাউকে বাদ দেয়নি হত্যা করতে। কুড়িগ্রামের মতো একটি জেলায় যদি ১০ জন শহীদ হয়, তাহলে আপনারা বলুন, যেখানে আন্দোলন হয়েছে সেখানে কী অবস্থা বিরাজ করেছে! গত ১৬ বছরে বিএনপির কত নেতাকর্মী মারা গেছে, কই তাদের বিষয়ে তো আপনারা কিছু বললেন না?’

    সমালোচনাকারীদের রিজভী ব‌লেন, আপনারা যখন অপপ্রচার আর কুৎসায় নেমেছেন, তখন বিএনপির নেতাকর্মীরা জুলাই আন্দোল‌নে আহত-নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছে।

    এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, ‌সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক প্রমুখ।

    পরে আমরা বিএনপি পরিবারের পক্ষ থে‌কে কুড়িগ্রাম জেলার ১০ শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১