• আজ বৃহস্পতিবার
    • ১১ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৪শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৩শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    ইসির সংলাপে যাচ্ছে না চরমোনাইয়ের পীরের দল

    ইসির সংলাপে যাচ্ছে না চরমোনাইয়ের পীরের দল

    গাজীপুর টিভি ডেস্ক | ২৬ জুলাই ২০২২ | ১২:৫০ অপরাহ্ণ

    নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের অংশ নিচ্ছে না চরমোনাইয়ের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।

    আজ মঙ্গলবার (২৬ জুলাই) এ দলটির সঙ্গে ইসির সংলাপের সময়সূচী নির্ধারিত ছিল। জানা গেছে, অন্য তিনটি দল সংলাপে অংশ নিবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান চরমোনাই পীর বলেছেন, অতীত অভিজ্ঞতার কারণে তারা সংলাপে যাবেন না।

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ সংলাপে নির্বাচন কমিশনে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়। তবে বিএনপিসহ বেশ কয়েকটি সমমনা দল ইসির এ সংলাপ বর্জন করেছে। ইসলামী আন্দোলন ছাড়াও ছয়টি দল অংশ নেয়নি।

    জানা গেছে, আজকের সংলাপে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর নেতৃত্বে ১০ থেকে ১২ জন সদস্য ইসিতে যাবেন। এছাড়া এদিন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের নেতৃত্বে ১১ জনের সংলাপে অংশ নেওয়ার কথা রয়েছে। একই সঙ্গে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালুর নেতৃত্বে মোট ১৩ জন সদস্য সংলাপে অংশ নেবেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০