• আজ বুধবার
    • ৩১শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৪ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৩ই জিলকদ ১৪৪৬ হিজরি

    ইসি নিয়ে আইন প্রণয়নে আপাতত হস্তক্ষেপ নয় : হাইকোর্ট

    গাজীপুর টিভি ডেস্ক | ১৩ ডিসেম্বর ২০২১ | ২:৪৬ অপরাহ্ণ

    সংবিধান অনুযায়ী আইন করে পরবর্তী নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে আইন প্রণয়নে আপাতত হস্তক্ষেপ নয় জানিয়ে হাইকোর্ট বলেছেন, সরকার এ বিষয়ে আন্তরিক, তাই এ বিষয়ে আপাতত কোনো হস্তক্ষেপ করব না। দেখা যাক সরকার কী করে।

    আজ সোমবার এক রিট আবেদনের শুনানিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এসব মন্তব্য করেন। একইসঙ্গে আগামী বছরের ১০ জানুয়ারি পর্যন্ত আদালত রিটের শুনানি মুলতবি করেন।

    জানা গেছে, ইসি গঠন করতে আইন প্রণয়ন এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনারদের যোগ্যতা নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী গোবিন্দ বিশ্বাস গত সপ্তাহে রিট আবেদন করেন।
    এ ব্যাপারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার বলেন, আজ আদালতে বিষয়টি শুনানি হয়েছে। শুনানি নিয়ে আদালত কিছু কথা বলেছেন। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ আলী।

    উল্লেখ্য, গত ১৯ নভেম্বর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, সরকার ইসি গঠনে আইন প্রণয়নে আন্তরিক, তবে তাড়াহুড়ো করা ঠিক হবে না। পরে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ইসি গঠনে আইন প্রণয়নে একটি খসড়া আইনমন্ত্রীকে দিয়েছিল।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১